কাফনের কাপড় কেনার কথা বলে তুলতেন টাকা

গ্রেপ্তার আবু সাঈদ। ছবি-সমকাল
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫৮
মাথায় টুপি, দাড়ি, পরনের পাঞ্জাবি দেখলে বোঝার উপায় নেই তিনি প্রতারক। মাদ্রাসার নাম ভাঙিয়ে টাকা আদায় কিংবা নিজের বাবা-মা মারা গেছেন, তাঁদের কাফনের কাপড় কেনার কথা বলে দিনভর ঘুরে ঘুরে টাকা তুলতেন তিনি। দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত আবু সাঈদকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
র্যাব জানায়, আবু সাঈদ ভালুকা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। সবসময় ধর্মীয় পোশাকে চলাফেরা করতেন তিনি। শিক্ষক না হয়েও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক পরিচয়ে বিভিন্ন এলাকা ঘুরে টাকা তুলতেন। রাস্তা, পার্ক কিংবা যানবাহনে চড়ে কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন লোককে বলতেন, বাবা-মা কিংবা ভাইবোনের যে কেউ মারা গেছে। লাশ বাড়িতে আছে, সবার সহায়তা পেলে কাফনের কাপড় কিনে দাফন করবেন। মন ভোলানো মিথ্যা বলে মানুষের কাছ থেকে টাকা তুলতেন সাঈদ। গত বুধবার রাতে ভালুকা পৌর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি থানায় প্রতারণা মামলা করা হয়।র্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মামলা শেষে শুক্রবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আবু সাঈদ নামের এক প্রতারককে।
- বিষয় :
- কাফনের কাপড়
- গ্রেপ্তার
- র্যাব