ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নদীর বাঁধ কেটে ইটভাটায় মাটি বিক্রি

নদীর বাঁধ কেটে ইটভাটায় মাটি বিক্রি

ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের বওলা গ্রামে বংশাই নদীর বাঁধ কেটে মাটি বিক্রি- সমকাল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ২২:২৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে বওলা গ্রামের নদীর বাঁধ কেটে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় মাটি কাটার কাজ। ক্ষমতার অপব্যবহার করে এসব মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এ কারণে বর্ষাকালে নদী পাড়ে ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী।

যদুনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন ও গিয়াস উদ্দিনের নেতৃত্বে চলছে এ মাটি কাটার কাজ। এ ছাড়া রাস্তার পূর্ব পাশে আ. মালেক, সাইফুল ইসলামসহ একটি চক্র পুরো এলাকায় চালাচ্ছে এই কর্মযজ্ঞ।

সরেজমিন দেখা গেছে, যদুনাথপুর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ গজ দূর থেকে বংশাই নদীর বাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। সেখানে খননযন্ত্র (ভেকু) দিয়ে গভীর গর্ত করে মাটি নেওয়া হচ্ছে। বর্ষা এলেই পানিতে নিমজ্জিত হতে পারে পুরো এলাকা। মাটিবাহী গাড়ি চলাচলের জন্য কৃষিজমির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এরপর তা ডাম্প ট্রাকে করে পৌঁছে দেওয়া হচ্ছে ধনবাড়ীর আকাশ নামের ইটভাটায়।

জানা গেছে, ধনবাড়ী উপজেলায় অনেক ইটভাটা গড়ে উঠেছে। কৃষিজীবীদের ফাঁদে ফেলে ফসলি জমির মাটি কিনে নিয়ে ভাটায় বিক্রি করছে কয়েকটি চক্র। আর ইটভাটার মালিকরা ভালো মানের মাটি কম দামে পাওয়ায় তা কিনে নিচ্ছেন। মাটি কেটে নেওয়ার ফলে বর্ষাকালে নদীর বাঁধ ভাঙন শুরু হতে পারে।

আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেনের ভাষ্য, নদীটি পানি উন্নয়ন বোর্ড খননের সময় তাদের পুরো জমিতেই মাটি ফেলে। তাই কোনো ফসল আবাদ করা যায় না, মাটিগুলো সরাচ্ছেন। তা ছাড়া মাটি কাটার বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. রোকনুজ্জামানকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×