ট্রাক উল্টে পথচারী নারী নিহত, আহত ২

দিনাজপুর : ট্রাকের নিচে চাপা পড়ে আদিবাসী নারী নিহত হন। দুর্ঘটনার পর দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৩:৫৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০৪:০৬
দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে সঞ্জিনী মুর্মু নামে ৭৫ বছর বয়সী এক আদিবাসী নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল ৭টায় দিনাজপুর সদর উপজেলার নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ১০টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মালামাল সরিয়ে ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত সঞ্জিনী মুমু কাহারোল উপজেলার সাইনগর গ্রামের মৃত হপনা মুর্মুর স্ত্রী। ।
জানা যায়, দিনাজপুর শহরের দিক থেকে ধানের কুড়া বোঝাই করা একটি ট্রাক দশমাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি ফার্মেরহাট পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে রাস্তার পাশে চলাচল করা পথচারীদের উপর পড়ে। এ সময় ট্রাকে থাকা ধানের কুড়ার বস্তার নিচে চাপা পড়ে আদিবাসী নারী সঞ্জিনী মুর্মু মারা যান। পরে স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সড়কে পড়ে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আদিবাসী নারীর মরদেহ উদ্ধার করে এবং দূর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।
দশমাইল হাইওয়ে থানার ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।