তিনদিনের ছুটি
পদ্মাসেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজায় যানজট

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি- সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ১৩:২৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ১৩:২৭
পদ্মাসেতুর জাজিরা প্রান্তে টোলপ্লাজায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্র-শনিবার দুইদিন সাপ্তাহিক এবং রোববার ক্রিসমাস ডে এই তিনদিনের সরকারি ছুটিতে ঢাকা থেকে অনেকেই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে রোববার বিকেল থেকে তারা আবার ঢাকায় ফিরছেন। এ কারণে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে দক্ষিণ টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারিতে যানজটের সৃষ্টি হয়েছে।
পদ্মা সেতুতে গিয়ে দেখা যায়, রোববার বিকেল চারটার সময় পদ্মাসেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় শত-শত বাস, পিকআপ ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন পদ্মাসেতু পার হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে টোলপ্লাজার কাছে। গাড়ির দীর্ঘ সারির ফলে প্রায় দেড় কিলোমিটার দেখা দগেছে তীব্র জানজট।
যানজটে আটকা পড়া একজন ড্রাইভার বলেন, ২০ মিনিট ধরে সেতুর গোড়ায় টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি টোল দেওয়ার জন্য। প্রতিদিনের তুলনায় আজকে গাড়ির সংখ্যা একটু বেশি। যার ফলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের অপেক্ষা করতে হচ্ছে টোল দেওয়ার জন্য।
যাত্রী আবদুল মান্নান বলেন, তিন দিন ছুটি পেয়ে পরিবারের সাথে সময় কাটাতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। কাল সোমবার সকাল থেকে অফিস করতে হবে। রোববার বিকেলে ঢাকা যাওয়ার জন্য রওনা হয়েছি। কিন্তু টোল প্লাজার সামনে অনেক সময় ধরে বসে আছি টোল দেওয়ার জন্য। এমন যানজট সেতু হওয়ার পর এখন পর্যন্ত দেখি নাই।
পদ্মাসেতু দক্ষিণ টোলপ্লাজার ব্যবস্থাপক কামাল হোসাইন জানান, তিনদিন সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় বেশি। এজন্য মাঝে-মধ্যেই কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে অন্যান্য দিনের তুলনায় টোল আদায়ও কিছুটা বেশি হবে।
- বিষয় :
- দ্মাসেতুতে যানজট
- সরকারি ছুটি