ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি। তাই ফেরিতে উঠে কুয়াশা কমার অপেক্ষায় যাত্রীরা - সমকাল

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ২১:২৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ২১:২৫

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়া আজ সোমবার সকাল ৬ থেকে এই নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি আরিচা অফিস সূত্রে জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সবগুলো ফেরির পাশাপাশি লঞ্চ এবং অন্যান্য নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অফিসের এজিএম আব্দুস সালাম জানান, আজ সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ-দুঘর্টনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীর হাট নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে এ নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন

×