ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ

কমিটি নিয়ে মারামারি, ধাওয়া

কমিটি নিয়ে মারামারি, ধাওয়া

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০২:৪২

বিশ্বনাথের সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি পদে পুনর্নির্বাচনী সভাকে কেন্দ্র করে শনিবার দুই পক্ষের মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংসদ সদস্য মোকাব্বির খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সভাপতি পদ থেকে আবারক আলীকে অব্যাহতি দেওয়ার পর সভাপতি পুনর্নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেখানে আবারক আলী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারী দুটি পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ফের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্র জানায়, চলতি বছরের ১২ জুলাই আবারক আলীকে ওই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি করে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেয় সিলেট শিক্ষা বোর্ড। পরে এমপি মোকাব্বির খান আবারক আলীকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি উল্লেখ করে ৮ আগস্ট শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দিলে ১১ ডিসেম্বর বোর্ড কর্তৃপক্ষ আবারককে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়। এ পদে পুনর্নির্বাচনের জন্য অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব জোবায়ের হোসাইন মজুমদার সাধারণ সভার ডাক দেন। সভায় এমপি মোকাব্বির খানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন ফজর উদ্দিন সাগর। সিরাজুল ইসলামের পক্ষের লোকেরা ওই মন্তব্যের প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সিরাজুল ইসলাম সিরাজ বলেন, 'এমপিকে না জানিয়ে কাগজপত্র জালিয়াতি করে আবারক আলী গভর্নিং বডির সভাপতি হয়েছিলেন।'

আবারক আলী জানান, তিনি ২০ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করে পদ বাতিলের বিষয়টি স্থগিত করিয়েছেন। স্থগিতাদেশের ডকুমেন্ট সভা চলাকালীন তিনি পেয়েছেন। ওসি গাজী আতাউর রহমান জানান, বিষয়টির স্থায়ী সমাধান করতে উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে।

আরও পড়ুন

×