মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ০৮:১৫
জামালপুরের মেলান্দহে মেয়েকে কটূক্তি করার প্রতিবাদ জানানোয় বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেলান্দহ পৌরসভার মধ্য নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মাছের ব্যবসা করতেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেন। ওসি জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলো একই গ্রামের কাশেদ, তার স্ত্রী পারভীন বেগম ও বন্ধু বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মানিক মিয়ার ছোট মেয়ে মিতালী আক্তারকে প্রতিবেশী কাশেদের ছেলে আবদুল্লাহ কটূক্তি করে। এর প্রতিবাদ জানান মানিক মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে কাশেদের পরিবারের সঙ্গে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে কাশেদ রড দিয়ে মানিককে আঘাত করে। জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
মিতালী বলেন, আব্দুল্লাহ তাঁকে নিয়ে আজেবাজে মন্তব্য করছিল। বিষয়টি তিনি বাবা-মাকে জানালে তাঁরা প্রতিবাদ করেন। এতে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাশেদ বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন।
ওসি দেলোয়ার হোসেন বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে কাশেদকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
- বিষয় :
- সরিষাবাড়ী
- পিটিয়ে হত্যা
- কটূক্তির প্রতিবাদ