তথ্যমন্ত্রীকে জাতির সামনে ক্ষমা চাইতে বলবো: গয়েশ্বর

পঞ্চগড়ে আব্দুর রশিদ আরেফিনের বাড়িতে গয়েশ্বর চন্দ্র রায়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৪:৩০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৪:৩০
আজ বুধবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আরেফিনের দোয়া অনুষ্ঠানের আগে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, পঞ্চগড়ের গণমিছিলে পুলিশের লাঠিচার্জ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমিছিলে নিহত বিএনপি নেতার মৃত্যুকে হার্ট অ্যাটাকে মৃত্যু বলা হয়েছে। এটা মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এজন্য তথ্যমন্ত্রীকে আমি জাতির সামনে ক্ষমা চাইতে বলবো।
তিনি বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র ফিরে পাবার জন্য আন্দোলন করা হয়েছে। আমরা সেই আন্দোলন করছি। সেই আন্দোলনেই আব্দুর রশিদ নেতৃত্ব দিয়েছিলেন। এটি সহিংস আন্দোলন না। এটি গণমিছিলের কর্মসূচি ছিল। আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু অনুমতি দেয় সেই নিয়মের মধ্যে পরিপূর্ন গণতান্ত্রিক পন্থায় আমাদের আন্দোলন ছিল।
বিএনপির এই নেতা বলেন, বাতি যেমন নেভার আগে জ্বলে উঠে। এই সরকারের অবস্থাও ঠিক তেমনই হয়েছে। আরেকটু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে যদি আরও কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়। আমি মনে করি নির্যাতনের মাত্রা যতো বাড়বে তাদের যাওয়ার পথও ততো স্বল্প হবে। অত্যাচার যত বাড়ে, ফ্যাসিবাদ দ্রুতগতিতে পরাজিত হয়।
তিনি আরও বলেন, জনগণের শক্তির সামনে কোনো শক্তি কখনও টিকে থাকেনি। কখনও কোনো শক্তি সফলও হয়নি। এই সরকারও যাবে, সেটা সময়ের ব্যাপার মাত্র। তাকে যেতে হবে। তার থাকার আর কোনো সুযোগ নেই।
উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় দলের জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।
এর আগে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রাদন করেন গয়েশ্বর চন্দ্র রায়। পরে আরেফিনের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা উপস্থিত ছিলেন।