ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে আগুনে পুড়ল চাল ও তুলার গুদাম

চট্টগ্রামে আগুনে পুড়ল চাল ও তুলার গুদাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১০:৪৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ১০:৪৪

চট্টগ্রামে আগুনে চাল ও তুলার তিনটি গুদাম পুড়ে গেছে। আজ শুক্রবার সকালে নগরের পুরাতন চাক্তাই এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল পৌনে ৭টায় আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিস কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের নন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় উল্লেখ করে তিনি জানান, ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

×