ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

একীভূত হলো দুটি কৃষক সংগঠন

একীভূত হলো দুটি কৃষক সংগঠন

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৪:৪৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ১৪:৪৩

একীভূত হলো দুটি কৃষক সংগঠন 'বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি' ও 'জাতীয় কৃষক খেতমজুর সমিতি'। যশোরে ঐক্য সম্মেলনের মধ্য দিয়ে সংগঠন দুটি একীভূত হলো। এখন এই সংগঠনের নাম 'জাতীয় কৃষক খেতমজুর সমিতি'। দু'দিনব্যাপী ঐক্য সম্মেলন শেষে শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতা নজরুল ইসলাম জানিয়েছেন, গত দু'দিন যশোর টাউন হল ময়দানে আয়োজিত বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের নাম 'জাতীয় কৃষক খেতমজুর সমিতি'।

কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও কর্মসূচি নির্ধারণ এবং আবদুস সাত্তারকে সভাপতি, তুষার কান্তি দাস, গাজী আব্দুল হামিদ ও নিমাই মণ্ডলকে সহসভাপতি, মোশাররফ হোসেন নান্নুকে সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান ভিটু সহসাধারণ সম্পাদক ও তসলিম-উর-রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×