ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আটোয়ারীতে ৩ জুয়াড়ি আটক

আটোয়ারীতে ৩ জুয়াড়ি আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ১১:৩৪ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ১১:৪৮

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও তেঁতুলতলা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলার সামগ্রী, নগদ এক হাজার ৮০০ টাকাসহ দু'টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক তিনজন হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের শাহ্‌ আলম (৩৯), একই ইউনিয়নের নেংরীপাড়া গ্রামের নরোত্তম চন্দ্র (৪০) ও দক্ষিণ দূর্গাপুর গ্রামের আমিনুর রহমান (৪২)।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি সোহেল রানা আরও বলেন, আটক তিনজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া পলাতক হিসেবে হবিবর রহমান (৩৫) ও রাসেলসহ (২৬) অজ্ঞাত আরও ৩-৪ জনকে মামলায় আসামি করা হয়েছে। তিনি বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×