প্রতারণার অভিযোগে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৭:২৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ০৭:২৭
নাটোরে চিকিৎসার নামে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মো. আব্দুস ছাত্তর ফকির (৫০) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে র্যাব। বুধবার রাতে সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়।
গ্রেপ্তার মো.আব্দুস ছাত্তর ফকির সদর উপজেলার চর তেবাড়িয়া গ্রামের আব্দুস সামাদ ফকিরের ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, উত্তম রোজারিও (৬০) নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। উত্তম রোজারিও অভিযোগ করে বলেন ,প্রতারক আব্দুস ছাত্তর ফকিরের কাছে কোমরের চিকিৎসা নেন তিনি। কিন্তু ভুল চিকিৎসার কারণে উত্তম রোজারিও বিভিন্ন শারীরিক জটিলতায় ভূগছেন।
র্যাব কর্মকর্তারা আরও জানান, মো. আব্দুস ছাত্তার ফকির কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস/বিডিএস পাশ না করেও চর তেবাড়িয়া গ্রামে মানব দেহের যেকোন হাড়-ভাঙ্গা, মসকা, বিষ-ব্যথা, রগের ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদন্ডের ব্যথা, জরায়ু ক্যান্সার ও স্ত্রীরোগ, গ্যাস্টিক-আলসার, স্বাস্থ্যহীনতা, যৌন দূর্বলতাসহ অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছেন। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে চর তেবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, ভুয়া ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা করে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করছেন মো. আব্দুস ছাত্তর ফকির । পরে অভিযোগকারী বাদী হয়ে নাটোর সদর থানায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
- বিষয় :
- নাটোর
- ভুয়া চিকিৎসক
- প্রতারণার অভিযোগ