কন্যাসন্তানের জন্ম দিলেন সেই কিশোরী

ওসি জাকিরের কোলে কিশোরীর কন্যা সন্তান - সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৪:৩৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১৪:৪৩
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ধোপাগুল বাজার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন সেই কিশোরী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বুধবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরী ও তার সন্তানের দায়িত্ব নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির।
তিনি জানান, তাদের সুস্থ রাখতে সব ধরনের খরচ এবং তার স্বজনদের খুঁজতে তিনি চেষ্টা করবেন। তিনি বলেন, মেয়েটির বয়স ১৪-১৫ বছর হবে। শীতের মধ্যে মেয়েটি রাস্তার পাশে পড়ে কাঁপছিল। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এএসআই তৌফিক। এর পর থেকে তার দেখভাল করে আসছে পুলিশ।
ওসি বলেন, উদ্ধারের পর মেয়েটি অন্তঃসত্ত্বা শুনে খুব খারাপ লাগছিল। মেয়েটি শুধু তার নাম শাহেদা ও বাড়ি বরগুনায় বলছে। এর বেশি কিছু বলতে পারে না। সুস্থ করতে পারলে হয়তো পরিচয় জানা যাবে।
স্থানীয়দের তথ্য মতে, মেয়েটিকে উদ্ধারের কয়েকদিন আগ থেকে বিমানবন্দর এলাকার ধোপাগুল বাজারে দেখা গেছে। মানসিক ভারসাম্যহীন অবস্থায় কখনও রাস্তায় কখনও দোকানের পাশে বসে থাকতে দেখা যায়। ৩১ ডিসেম্বর রাতে মেয়েটি অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। অনেকটা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে সমাজসেবা কার্যালয়ে হস্তান্তরের কথা রয়েছে।