কাশিমপুর কারাগারে হুজি সদস্যের মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১২:৫০
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আবুল হোসেন খোকনের মৃত্যু হয়েছে। কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলার আসামি ছিলেন তিনি।
শুক্রবার সকালে তিনি মারা যান। বরিশালের কোতয়ালী থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে খোকন ২০১৬ সাল থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ এ বন্দী ছিলেন।
কারা সূত্র জানায়, শুক্রবার সকালে আবুল হোসেন খোকন কারাগারের ভেতরে হঠাৎ জ্ঞান হারান। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলার আসামি ছিল খোকন। ঢাকার কারাগার থেকে ২০১৬ সালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
- বিষয় :
- জঙ্গি
- কারাবন্দীর মৃত্যু
- কাশিমপুর কারাগার