ফরিদপুরে বিডি ক্লিন এর পরিচ্ছন্নতা অভিযান

শুক্রবার বিডি ক্লিন- ফরিদপুরের সদস্যরা স্বেচ্ছাশ্রমে তাদের জীবন উৎসর্গ করার শপথ নেয়- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৩:২০ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৩:২২
ফরিদপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিকেলে শহরের আলীপুর এলাকায় রেড ক্রিসেন্ট মার্কেট থেকে শুরু করে হাসিবুল হাসান লাবলু সড়কের মোড় পর্যন্ত আনুমানিক দুইশ মিটার পথে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বিডি ক্লিন- ফরিদপুরের সদস্যরা স্বেচ্ছাশ্রমে তাদের জীবন উৎসর্গ করার শপথ নেয়। এ সময় ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান তানিয়া আক্তার, বিডি ক্লিন এর ঢাকা বিভাগের অতিরিক্ত সমন্বয়কারী আবু সালেহ্, বিডি ক্লিন এর জেলা সম্বয়কারী তিহানুর রহমান, জেলার সহ সমন্বয়কারী শাহরীযার অর্ণব প্রমুখ উপস্থিত ছিলেন।
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে বিডি ক্লিন। সাত বছর আগে ঢাকায় বিডি ক্লিন এর কার্যক্রম শুরু হয়। ফরিদপুর শাখার কার্যক্রম শুরু হয়েছে তিন বছর ধরে।
বিডি ক্লিন এর জেলা সম্বয়কারী তিহানুর রহমান বলেন, ফরিদপুরে বিডি ক্লিন নিয়মিত তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন, আমরা আমাদের এ কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে জানাতে চাই- নিজের পরিবেশ নিজেকেই পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, তবে এটা একটি দীর্ঘমেয়াদী ও জটিল কাজ। বার বার মানুষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তুলে ধরলে একসময় সে নিজের পরিবেশ অপরিষ্কার রাখতে পারবে না।
- বিষয় :
- ফরিদপুর
- বিডি ক্লিন
- পরিচ্ছন্নতা অভিযান