সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৭:৩৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ | ১৭:৩৩
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে শরিফুল আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভারতঘেঁষা কাটাবাড়ী পাহাড়ে বিকেল পৌনে ৫টার দিকে ঘটে এ ঘটনা।
নিহত শরিফুল দাওধারা-কাটাবাড়ী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নয়াবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বন্যহাতির একটি দল শেরপুরের শ্রীবরদী, কখনও ঝিনাইগাতী, আবার কখনও নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি অঞ্চলে বসবাস করে ফসলি জমি ও লোকালয়ে তাণ্ডব চালিয়ে আসছিল। এক পর্যায়ে কাটাবাড়ী এলাকায় অবস্থান নিলে বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ের গহিনে যান শরিফুল। এ সময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
আব্দুর রহিম, কামাল হোসেন, আব্দুর সাত্তারসহ কয়েকজন কৃষক জানান, পাহাড়ি বন্যহাতির জন্য কোনো বছর ঠিকমতো ফসল তুলতে পারেন না তারা। খাদ্যের সন্ধানে হাতিগুলো ফসলের ক্ষেতে ও লোকালয়ে এসে ছোটাছুটি করে খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। বন্যহাতির অত্যাচারে অতিষ্ট তাঁরা। ভয়ে নির্ঘুম রাত কাটে তাদের।
পানিহাটা এলাকার এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি যোসেফ মারাক বলেন, হাতিগুলো পাহাড় থেকে দলবেঁধে লোকালয়ে নেমে এলে রাত জেগে পাহারা দিয়েও জানমাল রক্ষা করা সম্ভব হয় না। বছরের শুরুতেই হাতি একজনকে পায়ে পিষে মারল। বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম। তার দাবি, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। আবেদন সাপেক্ষে নিয়ম অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
শেরপুর বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার জানান, বন্যহাতির আক্রমণ থেকে জানমাল বাঁচাতে সচেতন তারা। নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
- বিষয় :
- নালিতাবাড়ী
- যুবক নিহত
- বন্যহাতির আক্রমণ