জাসদের সম্মেলনে অভিযোগ
রাজনীতির বাণিজ্য করতে বাকেরগঞ্জে ঘাঁটি করেছেন জাপা নেতা রুহুল আমিন

বরিশাল : ফরিদপুর ইউনিয়ন সম্মেলনে বক্তৃতা করছেন জাসদ নেতা মোহাম্মদ মহসীন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১০:১৬ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১১:০৩
রাজনীতির বাণিজ্য করতে বাকেরগঞ্জে ঘাঁটি করেছেন জাপা নেতা রুহুল আমিন হাওলাদার- এ অভিযোগ করেছেন জাসদের (ইনু) কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন। তিনি বলেন, বাকেরগঞ্জের (বরিশাল- ৬) সংসদ সদস্য জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমিন এখানকার সন্তান নয়, তার পরিবার রাজনীতির বাণিজ্য করতে পটুয়াখালী থেকে বাকেরগঞ্জে ঘাঁটি করেছেন। শনিবার উপজেলার ফরিদপুর ইউনিয়ন জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাসদ নেতা মোহাম্মদ মহসীন বলেন, গত ১৪ বছরে দেশের আমূল উন্নয়ন হয়েছে। তবে বঞ্চিত হয়েছেন বাকেরগঞ্জবাসী। মহাজোটের ওপর ভর করে এ আসনটি ১৪ বছর যাবৎ জাতীয় পার্টি নেতা এ.বি.এম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী রত্না আমিন পালাক্রমে দখল করে আছেন। তারা স্থানীয় সন্তান না হওয়ায় বাকেরগঞ্জের উন্নয়নে তাদের মন নেই। এ সময় আগামী নির্বাচনে বহিরাগতদের বিতারিত করে স্থানীয় সন্তানদের মধ্যে কাউকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানান।
ফরিদপুর ইউনিয়নের কাকরধা একেএম ইনস্টিটিউশন মাঠে জাসদের সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, উপজেলা সভাপতি এনায়েত হোসেন ছানা, সাধারণ সম্পাদক এইচ.এম সহিদুল ইসলাম, জাতীয় যুবজোট নেতা আফজাল হোসেন বাচ্চু, মো. জিয়াউর রহমান খান। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও জাসদ নেতা কে.এম আব্দুল আলিম আবু।