১ কেজি গাঁজাসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:৫৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৯:৫৪
ঝালকাঠির নলছিটিতে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকার খাসমহল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম হাসান সরদার (৩০)। তিনি উপজেলার খাসমহল নিবাসী মো. নাসির সরদারের ছেলে।
নলছিটি থানার ওসি মু. আতাউর রহমান জানান, আটক হাসান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ঝালকাঠি
- গাঁজাসহ আটক
- যুবক আটক