ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাসপাতালে প্রিজন সেলের দায়িত্বে থাকা কারারক্ষীকে ছুরিকাঘাত

হাসপাতালে প্রিজন সেলের দায়িত্বে থাকা কারারক্ষীকে ছুরিকাঘাত

আহত আব্দুস সালাম

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৭:২২ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৭:২২

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা এক কারারক্ষীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটের সামনের একটি দোকানে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত আব্দুস সালাম (৪৪) বগুড়া জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কমর্রত। তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শজিমেক সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

রকিবুল হাসান জানান, বগুড়া কারাগারের কারারক্ষী আব্দুস সালাম শজিমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েদিদের প্রিজন সেলের দায়িত্বে রয়েছেন। আজ সন্ধ্যার দিকে সালাম মোবাইল রিচার্জ করার জন্য হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন একটি মুদি দোকানে যান।

এ সময় অজ্ঞাত তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে সেখানে গিয়ে আব্দুস সালামকে মারধর শুরু করে। এক পর্যায়ে তাদের একজন ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের পেছনে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রকিবুল ইসলাম আরও জানান, বর্তমানে সালাম চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত। এ ঘটনার সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন

×