ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইনজীবীদের আদালত বর্জন

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ভোগে শত শত বিচারপ্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ভোগে শত শত বিচারপ্রার্থী

ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের (জেলা ও দায়রা জজ) অপসারণসহ নাজির মুমিনুল ইসলামের বিচার দাবিতে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে। দ্বিতীয় দফায় তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার আইনজীবীরা আদালতের কোনো কার্যক্রমে অংশ না নিয়ে জেলা বার সমিতি ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেন।

আইনজীবীদের আদালত বর্জনে এদিন চরম দুর্ভোগে পড়েন দূরদূরান্ত থেকে আসা কয়েক হাজার বিচারপ্রার্থী। তাঁরা আদালত প্রাঙ্গণে এসে হতাশা ও শঙ্কা নিয়ে ফিরে যান। আদালত প্রাঙ্গণে কথা হয় একটি মামলার আসামি আশুগঞ্জের নূর নাহার বেগমের সঙ্গে। তিনি জানান, হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু আইনজীবীদের আদালত বর্জনে হাজিরা দিতে পারেননি। শঙ্কায় আছেন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় কিনা।

কথা হয় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে। তাঁর ছেলে ১৭ দিন ধরে কারাগারে। বুধবার ছেলের জামিনের জন্য এসেছিলেন। কিন্তু তিনি ছেলেকে জামিন করাতে পারেননি। এতে কষ্ট নিয়েই বাড়ি ফিরতে হয়েছে তাঁকে। আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের শরীফ মিয়া জানান, তাঁর ভাই বাবুল মিয়া পাঁচ মাস ধরে জেল হাজতে আছেন। মামলার নির্ধারিত দিনে আইনজীবীদের আদালত বর্জনে হতাশ হয়েই তিনি ফিরছেন। সদর উপজেলা উত্তর জগৎসার গ্রামের সুরাইয়া বেগম বলেন, নারী নির্যাতন মামলায় তাঁর স্বামী জেল হাজতে আছেন। স্বামীর জামিনের জন্য বুধবার আদালতে এসে সংশ্নিষ্ট আইনজীবীকে ফি দিলেও কোর্ট না হওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।

নাসিরনগর উপজেলা গোকর্ণ গ্রামের কৃষক রাজ্জাক মিয়া এসেছিলেন জমিজমা নিয়ে দেওয়ানি মামলা করতে। প্রতিপক্ষের লোকেরা যে কোনো সময় তাঁর জমি জবরদখল করে নিতে পারে। কিন্তু আইনজীবীদের আদালত বর্জনের কারণে তিনি মামলা করতে পারেননি।

আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: জেলা আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের নেতৃত্বে জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আবদুন নূর দুলালের সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে মফিজুর রহমান বাবুল বলেন, আইনমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁদের কথা শুনেছেন এবং বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছেন।

দুই বিচারকের অপসারণসহ নাজির মুমিনুলের বিচারের দাবিতে আইনজীবীদের দ্বিতীয় দফায় তিন দিনের আদালত বর্জনের কর্মসূচির আজ বৃহস্পতিবার শেষ হবে। তবে কর্মসূচি বাড়বে কিনা, তা আজ জানা যাবে।

আরও পড়ুন

×