ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসন দিয়েছে আ.লীগ: ড. মঈন খান

দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসন দিয়েছে আ.লীগ: ড. মঈন খান

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ড. আবদুল মঈন খান - সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কারণ, পাকিস্তানে গণতন্ত্র ছিল না। এখন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আওয়ামী লীগ দেশ থেকে সেই গণতন্ত্রকে নির্বাসন দিয়েছে। আওয়ামী লীগ যদি স্বাধীনতার পক্ষের শক্তি হয়, তাহলে তারা স্বাধীনতার মূল উপাদান গণতন্ত্রকে বিসর্জন দিল কেন? ক্ষমতার মোহ থেকে বের হয়ে আসতে হবে।

বুধবার দুপুরে রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ যা বলে, তা করে না। আর যা করে, তা বলে না। তারা গণতন্ত্রের কথা বলে। কিন্তু কাজ করে স্বৈরতন্ত্রের মতো। আওয়ামী লীগ যদি গণতন্ত্রের পথে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসে তবে তাদের অভিনন্দন জানাব।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে গণ-অবস্থান কর্মসূতিতে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কর্মসূচিতে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

আরও পড়ুন

×