ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘরে ঢুকে কিশোরীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

ঘরে ঢুকে কিশোরীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ১৬:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় বসতঘরে ঢুকে এক কিশোরীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তাঁরা।

আজ বৃহস্পতিবার সকালে শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর জখম সামিয়া সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের রাশেদের মেয়ে। সে জেলা শহরের মেড্ডায় বড় বোনের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।

জানা গেছে, সামিয়ার বোন সকালে তাকে ও তার এক ভাগ্নিকে বাড়িতে রেখে বাজারে যান। এ সময় সামিয়াকে ঘরে রেখে তার ভাগ্নি ছাদে যায়। কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে আসেন বাড়িওয়ালাসহ প্রতিবেশীরা। তাঁরা সামিয়াকে ছটফট করতে দেখে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় ওই কিশোরীর দুই হাত ও পায়ের রগ কাটা এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পান তাঁরা। খবর পেয়ে তাকে দেখতে যায় সদর মডেল থানা পুলিশের একটি দল। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, আহত কিশোরী বর্তমানে শঙ্কামুক্ত।

ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন করে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

×