ঘরের দরজা ভেঙে অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ

প্রতীকী ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৬:২৬
গাজীপুরের টঙ্গীতে বোরহান উদ্দিন আহম্মেদ (৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত পোনে ৯টারি দিকে দত্তপাড়া কফিল উদ্দিন সড়কের (খলিল গেট) সাবেরুল ইসলামের বাড়ির দুতলা রুমের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ছাড়া আর কোনো পরিচয় পাওয়া যায়নি।
বাড়ির মালিক সাবেরুল ইসলাম জানান, এক থেকে দেড় বছর আগে তার বাড়িতে দুতলার একটি ফ্লাট ভাড়া নেয় বোরহান উদ্দিন। ফ্লাটে তিনি একাই থাকতেন। কারও সঙ্গে কথা বলতেন না। একাই চলফেরা করতেন। গত কয়েকদিন ধরে তার রুমের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে গন্ধ বের হচ্ছিল।
বাড়ির মালিক বলেন, ভাবছি বাসার ময়লা থেকে এমন গন্ধ বের হচ্ছে। পরে পাশের বাড়ি থেকে ওই রুমের জানালা দিয়ে টর্চ লাইটের আলো দিয়ে দেখা যায় তিনি মশারির ভেতরে শুয়ে আছেন এবং পচা গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
টঙ্গী পুর্ব থানার এসআই সুমন খান বলেন, বাড়ির মালিক ও স্থনীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছি। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
- বিষয় :
- টঙ্গী
- লাশ উদ্ধার
- অর্ধগলিত লাশ