বিএনপি নেতা সরকার সহিদ মারা গেছেন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৮:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ | ১৮:০৬
টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার শহিদুল ইসলাম ওরফে সরকার সহিদ (৫৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার বিকেলে ময়মনসিংহের একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন খান বাবলু জানান, বৃহস্পতিবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হারুন শিকদার নামে সহিদের এক ঘনিষ্ঠ কর্মী মারা যান। তাঁর মরদেহ মধুপুরের মির্জাবাড়িতে গভীর রাতে পৌঁছে দিয়ে তিনি স্ট্রোক করেন। এর পর ময়মনসিংহে ক্লিনিকে সহিদকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সরকার সহিদ একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আওয়ামী লীগ নেতা ও বর্তমান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও আলোচনায় আসেন।
- বিষয় :
- টাঙ্গাইল
- সরকার সহিদ
- মধুপুর
- মারা গেছেন