কয়লার অভাবে উৎপাদন বন্ধ রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের

ছবি: ফাইল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১৮:০০
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গত শনিবার থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় ও ডলার সংকটের কারণে নতুন কয়লা আমদানি করতে না পারায় উৎপাদন শুরুর এক মাসের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করা হলো।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, গত শনিবার সকাল থেকে বিদুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ রয়েছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কাজ শতভাগ শেষ না হওয়ায় সেটা এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি। তবে উৎপাদন বন্ধ থাকলেও এ সময়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ কাজে।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (সিকিউরিটি ও প্রশাসন) ওয়ালি উল্লাহ সমকালকে বলেন, কয়লা শেষ হওয়ায় শনিবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। কয়লা এলে আবারও উৎপাদন শুরু হবে। তবে কবে নাগাদ কয়লা আসবে বা আসতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।
বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কয়লা আমদানিতে ডলার প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক ডলার না দেওয়ায় কয়লা আমদানি করা যায়নি। তবে আমরা চেষ্টা করছি দ্রুত এই সংকট নিরসনের।
বাংলাদেশ-ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রথম ইউনিট থেকে গত ১৭ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হচ্ছিল। এ ছাড়া দ্বিতীয় ইউনিটের ৭৯ দশমিক ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুনে এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা থাকলেও এখন সেটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।