ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৯:০৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৯:০৪

মানিকঞ্জের শিবালয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল রাজ্জাক শেখ(৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকেলে বড় আনুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে অভিযুক্ত আব্দুল রাজ্জাক বাড়ি থেকে মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময় প্রতিবেশি ওই শিশুকে সরিষার ফুল দেওয়ার কথা বলে ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানেই শিশুটিকে মুখ বেঁধে ধর্ষণ করে। এ ঘটনা বাড়ির কাউকে বললে তাকে মেরে ফেলারও হুমকি দেয়। পরে শিশুটি বাড়িতে এসে তার মা বাবার কাছে সব খুলে বলে। শিশুটির বাবা-মা ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মেম্বার চেয়ারম্যানকে জানান। এ ব্যাপারে সোমবার থানায় অভিযোগ করা হলে অভিযুক্ত আব্দুল রাজ্জাককে আনুলিয়া সরিয়া ক্ষেত থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

ওসি শাহ নুর এ আলম জানান, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আব্দুল রাজ্জাক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


আরও পড়ুন

×