ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিকলীতে খামারে ডাকাতি, ৭ গরু লুট

নিকলীতে খামারে ডাকাতি, ৭ গরু লুট

 কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ০৬:৪৪

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর একটি দুগ্ধ খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার মির্জাপুর এলাকায় আব্দুল হামিদ সড়কের পাশে আনোয়ারের খামারে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ৭টি দামি গরু লুট করে নিয়ে গেছে।

নিকলী থানার ওসি মনসুর আরিফ ঘটনাস্থল থেকে জানিয়েছেন, সোমবার গভীর রাতে একদল ডাকাত আনোয়ারের খামারে হানা দেয়। ডাকাত দল খামারে ঘুমিয়ে থাকা মালিকের ছেলে আরিফ বিল্লাহ ও কর্মচারি ওসমানকে বেঁধে ট্রাকে করে ৭টি গরু নিয়ে গেছে। খামারে মোট ২৫টি গরু ছিল।

ওসি আরও জানান, ঘটনা তদন্তে তিনি সেখানে আছেন। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চক্রবর্তীও সেখানে গিয়েছেন।

ওসি বলেন, পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন।

আরও পড়ুন

×