ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অভিযানে গ্রেপ্তার ১২ জুয়াড়ি

অভিযানে গ্রেপ্তার ১২ জুয়াড়ি

ছবি: সমকাল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১১:১৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১১:১৭

পাবনার সাঁথিয়ায় থানা পুলিশের অভিযানে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গোপিনাথপুর বাজার থেকে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ৪০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে তোফাজ্জল হোসেন হুকলা (২৫),আজিজুল খাঁর ছেলে রেজাউল করিম (২৮), নিয়ামত প্রামানিকের ছেলে আকরাম প্রামানিক (৩৮), দেলবার ব্যাপারির ছেলে রবিউল ইসলাম (৩২), আব্দুস সালামের ছেলে আতিকুর রহমান (৩২), মৃত রইচ মোল্লার ছেলে শামীম হোসেন (৩৩), ইসমাইল খাঁর ছেলে সোহেল রানা (৩৮), মুনছের শেখের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল (৩৮), শের আলী খাঁর ছেলে আজগার আলী খাঁ (৪০), ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গাজিউর রহমান (৩৮), মুনছুর মণ্ডলের ছেলে ঈমান মণ্ডল (৪০) এবং আব্দুল লতিফ প্রামানিকের ছেলে আলম প্রামানিক (৩৮)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের নামে মামলা হয়েছে। তাদেরকে মঙ্গলবার পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×