বিএনপি নেতাদের মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল

পাবনা অফিস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৩:০৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৩:০৯
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সুজানগরের সাবেক এমপি সেলিম রেজা হাবিবসহ কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে সুজানগর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে।
মঙ্গলবার দুপুরে মানিকদীর ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সুজানগর থানার সামনে গেলে নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে পড়েন। বাধা অতিক্রম করে বিক্ষেভ মিছিলটি নিয়ে ঈদগাহ মাঠে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য দেন প্রধান অতিথি সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, পাবনার সাবেক সহ সভাপতি ও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, জেলা যুবদলের সাবেক সভাপতি মুসাব্বির হোসেন সন্জু, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক মকু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সুজানগর উপজেলা বিএনপির সভানেত্রী লুৎফুর নাহার হাজারী, সুজানগর যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, যুবদলের সদস্য সচিব রিয়াজ মণ্ডল, সুজানগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস প্রমুখ।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, বিএনপির নেতাকর্মীরা থানা পর্যন্ত মিছিল করেছিলেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভা অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ মিছিলটি থানার সামনে থেকে ঘুরিয়ে দেয়।