বোদায় ২ ইট ভাটায় বিশেষ অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৫:০৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৫:০৫
পঞ্চগড়ের বোদায় প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোঁড়ানোর অভিযোগে দুই ইট ভাটায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোদা উপজেলার দুইটি ইট ভাটায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফজলে রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোদা উপজেলার মন্নাপাড়ার বি বি ব্রিক্স এ পাঁচ লাখ এবং ভাসাইনগর এলাকার এমএমএল ব্রিক্স নামের ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বি বি ব্রিক্স ইট ভাটার একাংশ ভেঙে ফেলা হয়।
অভিযানে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক, বোদা থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদার দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। দুই ভাটায় একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন অনুযায়ী বিবি ব্রিক্সকে পাঁচ লাখ ও এমএমএল ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।।
- বিষয় :
- পঞ্চগড়
- বোদা
- ইটভাটায় অভিযান
- জরিমানা