কলমাকান্দায় ব্যবসায়ীর মৃত্যু
পরিবারের দাবি ঋণের চাপে বিষপান
-samakal-63cc596ac40a7.jpg)
নেত্রকোনার কলমাকান্দায় বিষপানে মারা যাওয়া রমজান আলীর বাড়িতে স্বজনের আহাজারি-সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ০০:১০
নেত্রকোনার কলমাকান্দায় রমজান আলী নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর গ্রামের বাড়িতে তিনি বিষপান করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয়।
রমজান গ্রামের আবুল হোসেনের ছেলে। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, ঋণের টাকা পরিশোধে চাপ দেন পাওনাদার মুনসুর আলী। টাকা দিতে না পেরে বিষপান করেন তিনি।
রমজানের স্ত্রী শাহানা আক্তার বলেন, '১ লাখ ১০ হাজার টাকা পেলেও মুনসুর সবার কাছে বলে বেড়াতেন আমার স্বামীর কাছে ২ লাখ টাকা পান। তিন-চার বছর ধরে সুদ টানছি। জমি ও গাভি বেচে, কামাইয়ের সব টাকা দিয়েও শোধ হচ্ছে না। মুনসুরের কারণে সে বিষপানে আত্মহত্যা করেছে।'
রমজানের বাবা আবুল হোসেন জানান, তাঁর ছেলের সঙ্গে কারও দেনা-পাওনা ছিল তা তিনি জানতেন না। তবে সোমবার মুনসুর বাড়ি থেকে ঘুরে যাওয়ার পরই রমজান বিষপান করে।
এ বিষয়ে মুনসুর আলীর মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তাঁর বড় ভাই গনি মিয়া সমকালকে বলেন, 'রমজান আলীর কাছে মুনসুর ২ লাখ টাকা পেত। কিন্তু এ জন্য তাঁকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। তবে রমজানের কাছে একটি গরু ভাগে দেওয়া ছিল, সম্প্রতি সেটি নিয়ে এসেছে মুনসুর।'
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, বিষপানে রমজান আলীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
গতকাল শনিবার সরেজমিন ব্যস্তপুর গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে তাঁরা জানান, রমজান স্থানীয় বাজারে গরুর ব্যবসা করতেন। সামান্য পুঁজিতে ব্যবসা করতে গিয়ে সংকটে পড়েন। এ জন্য মুনসুরসহ স্থানীয় কয়েক দাদন ব্যবসায়ী থেকে চড়া সুদে ঋণ নেন। কিন্তু টাকা পরিশোধ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতেন। এরই মধ্যে সোমবার বাড়ি ফিরে রমজান বিষপান করেন।