ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুমকীতে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দুমকীতে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৩:২২ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৩:৩৫

পটুয়াখালীর দুমকীতে আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যা মামলার দুই আসামি মো. মনির হোসেন (৪৭) ও ময়ূরী বেগমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  আজ সোমবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামলা গ্রামে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ মামলার অপর দুই আসামি পলাতক রয়েছেন।

গ্রেপ্তার মো. মনির হোসেন ও ময়ূরী বেগম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জামলা প্রয়াত আ. রব সর্দারের ছেলে। নিহত মুন্নি আক্তার (৩৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের প্রয়াত শাহজাহান মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮-৯ বছর আগে মুন্নি আক্তারের সঙ্গে দুমকীর মনির হোসেনের বিয়ে হয়। এর পর থেকে দেবর ও ননদরা প্রায়ই মুন্নিকে নির্যাতন করতেন। গত ৩ জানুয়ারি দুপুর দেড়টার দিকে মুন্নির শরীরে আগুন লেগে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ জানুয়ারি রাত দেড়টার দিকে মুন্নি আক্তার মারা যান। এ ঘটনায় নিহতের ভাই হামদু মিয়া মুন্নির স্বামীসহ চার জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম সমকালকে বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×