কাচ দিয়ে সরস্বতী প্রতিমা বানালেন স্বরজিত

ছবি: সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ | ১৫:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ফার্মেসি বিভাগের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার প্রতিমা এবার যাচ্ছে মাগুরা থেকে। কাচের তৈরি নতুন ডিজাইনের প্রতিমা তৈরি করে সাড়া ফেলেছেন মাগুরা শহরতলীর প্রতিমা শিল্পী স্বরজিত পাল। দুই মাস ধরে তিনি ছোট ছোট কাচ একত্র করে এই প্রতিমার কাজ করছেন। যার মজুরি হিসেবে নিচ্ছেন ৫৫ হাজার টাকা।
প্রতিমা শিল্পী স্বরজিত পাল সমকালকে জানান, তার কারখানায় বিভিন্ন ডিজাইনের সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ফার্মেসি বিভাগের অর্ডার করা কাচের তৈরি সরস্বতী দেবীর প্রতিমা অন্যতম। মাগুরাসহ আসপাশের বিভিন্ন জেলা থেকে অনেকেই আসছেন এই কাচের তৈরি প্রতিমা দেখতে। তিনি কারখানায় বিভিন্ন ডিজাইনের প্রতিমা রয়েছে। কোনোটা ঘোড়ার গাড়ির ওপর, কোনোটা পদ্মফুল, আবার কোনোটা রাজহাসের ওপর গড়ে তোলা হয়েছে। এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রচুর সরস্বতী প্রতিমা তৈরি অর্ডার পেয়েছেন তিনি। স্বরজিত পালের কারখানায় ৩ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত দামের প্রতিমা রয়েছে। শেষ সময়ে রং তুলির ছোঁয়ায় সরস্বতী দেবীর রূপকে ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন এই প্রতিমা শিল্পী।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক আয়োজন করা হচ্ছে। এ ছাড়া ব্যাক্তি উদ্যেগেও বাড়িতে-বাড়িতে চলছে সরস্বতী পূজার আয়োজন। সব মিলিয়ে জেলায় এ বছর কয়েক হাজার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। যে কারণে মাগুরা প্রতিমা পল্লী হিসেবে পরিচিত বাটিকাডাঙ্গা গ্রামে স্বরজিত পাল, হাদান পাল, নৃপেন বৈদ্যসহ কমপক্ষে ১০ জন প্রতিমা শিল্পী এখন ব্যস্ত সময় পার করছেন। গোটা প্রতিমা পল্লীতে কমপক্ষে পাঁচ হাজার প্রতিমা তৈরি হচ্ছে বলে জানান শিল্পি ও কারিগররা।
মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলোমতি বিশ্বাস বলেন, বিদ্যালয়ের সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা অর্ডার করতে মাগুরা বাটিকা ডাঙ্গা এসেছি। এখানে অনেক সুন্দর-সুন্দর প্রতিমা তৈরি করা হচ্ছে। যার মধ্যে সবার নজর কেড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাচের তৈরি সরস্বতী প্রতিমা। আমিও আমার প্রতিষ্ঠানের জন্য একটি প্রতিমা অর্ডার করেছি। এই পূজার মাধ্যমে শিক্ষার্থীরা সরস্বতী মায়ের আরাধনা করবে, তাদের লেখা পাড়া আরও ভালো হবে। তারা সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।
অংকিতা আর্ট স্কুলের পরিচালক আশিষ রায় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ফার্মেসি বিভারে ঐতিহ্যবাহী কাচের সরস্বতী প্রতিমা মাগুরায় তৈরি হচ্ছে। স্বরজিত পাল এই প্রতিমা তৈরি করছেন। এটি মাগুরার প্রতিমা শিল্পী ও শিল্পের জন্য একটি গর্বের বিষয়। এ ছাড়া বাটিকাডাঙ্গার প্রতিমা পল্লী থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা স্বরসতী প্রতিমার অর্ডার করা হয়েছে। সারা বছরই এই কারখানাগুলোতে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয়ে থাকে।
তিনি বলেন, মাগুরার প্রতিমা শিল্পীদের সুনাম রয়েছে গোটা দেশজুড়ে। মাগুরার প্রতিমা শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।