পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
-samakal-63d2a4281919a.jpg)
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:০২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:০৩
বাংলাদেশ পুলিশের ৫৫তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮৮৫ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত এস এম রুহুল আমিন। পরে তিনি কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি তুলে দেন।
ব্যাচের সব বিষয়ে চৌকস টিআরসি মো. আবু হাসান নূর, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি আল-আমিন সরকার এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন ফয়সাল মিয়া।
রিক্রুট কনস্টেবলদের উদ্দেশে এস এম রুহুল আমিন বলেন, ইতিহাসের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনেও দেশের ক্রান্তিকালে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে- এই স্লোগান অন্তরে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।