ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ বিএনপির সাবেক দুই এমপির বিরুদ্ধে

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ বিএনপির সাবেক দুই এমপির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:৪৯

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীকে জেতাতে জেলার সদ্য পদত্যাগী বিএনপির দুই এমপি কাজ করছেন বলে অভিযোগ উঠেছে; যা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের নেতাকর্মীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের বিষয়টি সাবেক দুই এমপির মধ্যে একজন পরোক্ষভাবে স্বীকার করলেও অন্যজন অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের পক্ষে মাঠে নেমেছেন বিএনপির সদ্য পদত্যাগী এমপি আমিনুল ইসলাম। গত ২০ জানুয়ারি নাচোল উপজেলায় নিজ গ্রাম ঝিকড়ায় আমিনুল ইসলাম অনুসারীদের ডেকে মোহাম্মদ আলীকে আপেল প্রতীকে ভোট দেওয়ার নির্দেশ দেন।

একই দিন নিজ বাড়িতে কর্মী সমাবেশ করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুন অর রশিদ। সমাবেশ শেষে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের বাড়িতে হারুন অর রশিদ গোপন বৈঠকও করেন। এর পর থেকে ওই দুই সাবেক এমপির অনুসারীরা নির্দেশনা মোতাবেক মোহাম্মদ আলীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাবি করেন, অর্থের বিনিময়ে সাবেক দুই এমপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে উঠেছেন। গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ধরনের অভিযোগ তোলা হয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় সাবেক দুই এমপি ও তাদের অনুসারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপি আহ্বায়ক বাবর আলী বিশ্বাসসহ অন্য নেতারা। এ ব্যাপারে নাচোল উপজেলা বিএনপির আহ্বায়ক মজিদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা ভোটে অংশগ্রহণ করবে, তাদের ব্যাপারে দলের পক্ষ থেকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সদস্য সচিব আবু তাহের খোকন বলেন, 'এটি সরকারের পাতানো নির্বাচন। দলীয় যে সিদ্ধান্তে চাঁপাইনবাবগঞ্জের দুই এমপি পদত্যাগ করেছেন, তাঁরা আবার কীভাবে পরোক্ষভাবে নির্বাচনে সহায়তা করছেন! এটি মোটেও ভালো নয়। আমিনুল ইসলাম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মোহাম্মদ আলী সরকারের পক্ষে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সরকারের এজেন্ডা বাস্তবায়নে আমিনুল ইসলামের অনুসারীরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে জেলা কমিটির সভায় উত্থাপন করা হবে। হাইকমান্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে বিএনপির সাবেক দুই এমপির আচরণে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী জিয়াউর রহমান অভিযোগ করেন, সাবেক এক এমপি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের সঙ্গে গোপন বৈঠক করে ষড়যন্ত্র করছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস বিএনপির সাবেক দুই এমপির কর্মকাণ্ড বিষয়ে বলেন, এদের দ্বারা দলে কোনো উন্নয়ন সম্ভব নয়। এরা তাদের দলের নেতাকর্মীর দ্বারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

সার্বিক বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আমিনুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে কার ভোট করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার অনুসারী হলেও ভোটাধিকার তার ব্যক্তিগত অধিকার। সুতরাং এসব বিষয়ে তিনি কোনো কথা বলবেন না বলে সংযোগ কেটে দেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুন অর রশিদ স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, কে কার ভোট করে বেড়াচ্ছে, এটা কি আমার দেখার দায়িত্ব? যারা আমাকে অভিযুক্ত করছে, তারা খারাপ লোক।

আরও পড়ুন

×