ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৯

জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৯

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১২:১১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১২:১১

নওগাঁর রানীনগরে জুয়ার আসর থেকে স্থানীয় ইউপি সদস্য শুকুর আলীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সিম্বা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ৯ হলেন- স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিম্বা গ্রামের শুকুর আলী (৪৫), একই গ্রামের জালাল ফকিরের ছেলে সাইদুল ইসলাম (৩৯), খাজের আলীর ছেলে দুলাল হোসেন (৪০), মজিবুর প্রামাণিকের ছেলে চঞ্চল প্রামাণিক (৪৮), জসিম দেওয়ানের ছেলে শহিদুল দেওয়ান (৫০), তছির উদ্দীনের ছেলে জুয়েল হোসেন (৪৪), অবির খাঁর ছেলে রহিদুল খাঁ (৩৮), আশরাফ আলীর ছেলে চান মিয়া (৩৮) ও জান্টু আকন্দ (৪০)।

রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিম্বা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গ্রামের মজিবর রহমানের ছেলে চঞ্চল প্রামাণিকের বাড়ি থেকে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করা হয়। জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ২৮ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। রাতেই তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।


আরও পড়ুন

×