পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি-অবস্থান ধর্মঘট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের অবস্থান ধর্মঘট। ছবি-সমকাল
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৪৮ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৪:৪৮
৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন। লাগাতার আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান জুয়েল বলেন, তাদের প্রস্তাবিত ন্যায্য দাবিগুলো অবিলম্বে মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সহকারী রেজিস্ট্রার মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এই কর্মসূচিতে বক্তব্য রাখেন চিফ মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন, সহকারী রেজিস্ট্রার কামরুজ্জামান, জসিম উদ্দিন বাদল, মজিবুর রহমান মৃধা, মো. ইউনুস সিকদার ও সেলিম রেজা প্রমুখ।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি থেকে ৬ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে আসছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. কামরুল ইসলাম বলেন, পরবর্তী রিজেন্ট বোর্ড সভায় দাবিগুলো উত্থাপন করা হবে এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।