নার্সদের যৌন হয়রানির অভিযোগের পর চিকিৎসকের বদলি

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল। ছবি-সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:০১ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:০১
কক্সবাজার সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
এর আগে ডা. টিটু চন্দ্র শীলের বিরুদ্ধে কু-প্রস্তাব ও যৌন হয়রানি অভিযোগ তুলে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়শনের (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে একটি বিবৃতি দেয়। গত ৩১ জানুয়ারি সমকালে 'চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নার্সদের' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বদলির প্রজ্ঞাপনে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলকে পটুয়াখালী মির্জাগঞ্জ কাঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসানকেও তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাসেমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থলাভিষিক্ত করা হয়েছে। এদিকে বদলিকৃতদের দুই কর্ম দিবসের মধ্যে দায়িত্বভার হস্থান্তরের আদেশ দেওয়া হয়েছে। না হলে তিন দিনের মধ্যে ওই পদ অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা সিভিল সার্জেন ডা. মাহাবুবুর রহমান, 'ডিজি অফিস থেকে টিটুসহ তিনজনের বদলি আদেশ হয়েছে। কেন বদলি করা হয়েছে বিষয়টি আমার জানা নেই।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সম্মান নষ্ট করার জন্য আমাকেও জড়িয়ে মিথ্যা গল্প বানাচ্ছে। এ ঘটনা নিয়ে আর কিছু মন্তব্য করতে চাই না।'
- বিষয় :
- যৌন হয়রানি
- নার্স
- বদলি
- চিকিৎসক