ফরিদপুরে লিটল ম্যাগাজিন ‘সাঁতার’ এর প্রকাশনা অনুষ্ঠান

লিটল ম্যাগাজিন ‘সাঁতার’ হাতে আমন্ত্রিত অতিথিরা। ছবি-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৩৮
প্রথা বিরোধী লেখক, কবি ও সাহিত্যিকদের লিটল ম্যাগাজিন ‘সাঁতার’ এর ৫ম সংখ্যা প্রকাশিত হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘সাঁতার’র প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডা. বিপ্লব বালা। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইংল্যান্ড প্রবাসী, সেখানকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা বাংলাদেশি লেখক মোহাম্মদ ইদ্রিস।
প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘সাঁতার’ প্রকাশনার উদ্যোক্তা পাঠক ও লেখকদের সংগঠন বইঘাটার প্রধান মাহফুজুল আলম মিলন, বিশিষ্ট কবি সৈকত রহমান, ‘সাঁতার’ এর উপদেষ্টা সম্পাদক কবি পাশা খন্দকার, সম্পাদনা পরিষদের সদস্য লেখক সৈয়দ জুনায়েদ পারভেজ ও কবি গালিব রহমান।
সমসাময়িক রাজনীতি, সংস্কৃতি ও সমাজের অসংগতি নিয়ে বহুমুখী লেখনি, প্রবন্ধ, কবিতা ও গল্প নিয়ে প্রকাশিত হয় সাঁতার এর প্রতিটি সংখ্যা। ফরিদপুর জেলাসহ আশপাশের জেলা, রাজধানী ও দেশের বাইরে থেকেও কবি, সাহিত্যিক ও লেখকরা যোগদান করেন ওই অনুষ্ঠানে। আলোচনার ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা।
- বিষয় :
- প্রকাশনা অনুষ্ঠান
- সাঁতার