কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু জাকির মোর্শেদ - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০৭ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০৮
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আয়োজন করা হয় পুনর্মিলনী ও প্রথম বার্ষিক সাধারণ সভা। এ উপলক্ষে সকালে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য র্যালি। এরপর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন অধ্যাপক ও বিআইটি, খুলনার প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. এম এ হান্নান ও প্রাক্তন উপাচার্য ড. কাজী সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. বাসুদেব চন্দ্র ঘোষ। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু জাকির মোর্শেদ। এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৭২ থেকে ২০১৬ ব্যাচের ১১ শতাধিক অ্যালামনাই ও তাদের পরিবারের সদস্যসহ দুই সহস্রাধিক অংশগ্রহণকারী অংশ নেন। অনেক দিন পর প্রাক্তনরা ক্যাম্পাসে মিলিত হয়ে মেতে ওঠেন গল্প-আড্ডায়।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয় ।
এছাড়া আগামীকাল শনিবার রয়েছে চাকরিমেলা, স্মৃতিচারণ, বিভাগীয় ফেস্টসহ দিনভর নানা অনুষ্ঠান।