কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড জালিয়াতি, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৫ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০০
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রথম দিন অ্যাডমিট কার্ড জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ও ফটোকপির দোকানের মালিক আব্দুস সাত্তার মন্ডল, তার ছেলে আতাউর রহমান ও দোকানের কর্মচারী গোলাম রাব্বী।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড জালিয়াতি করায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা স্ক্যানের মাধ্যমে অ্যাডমিট কার্ডের ওপর থেকে ‘অযোগ্য’ সিল তুলে নকল অ্যাডমিট কার্ড তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, এ চক্রের সদস্যদের খুঁজতে আটকদের ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- বিষয় :
- পরীক্ষা
- কনস্টেবল
- সিরাজগঞ্জ
- আটক