ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চল্লিশ ঘণ্টা পর পানিতে ভেসে উঠলো শিশুর লাশ

চল্লিশ ঘণ্টা পর পানিতে ভেসে উঠলো শিশুর লাশ

ছবি: সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩৫ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৩৫

টানা চল্লিশ ঘণ্টা নদে নিখোঁজ থাকার পর অবশেষে ভেসে উঠলো শিশু ইয়াসিন মিয়ার (০৮) মরদেহ। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বেলাব উপজেলার বেলাব থানার কাছে আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এর আগে শনিবার দুপুর দেড়টায় শিশু ইয়াসিন তার সহপাঠীদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে। এ সময় ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে শিশুটি একা একা নদের মাঝ বরাবর গিয়ে গোসলের উদ্দেশ্যে নদে ঝাঁপ দিয়ে পানিতে তলিয়ে যায়।

শিশুটি পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয়রা প্রথমে ৯৯৯ খবর দেয়। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বেলাব ফায়াস সার্ভিস খরর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় ঢাকার টঙ্গির ডুবুরির দলকে।

খবর পেয়ে ডুবুরির দল ঘটনাস্থলে এসে সাড়ে ২৮ ঘণ্টা নদে তল্লাশি চালিয়েও না পেয়ে তারা চলে যাওয়ার পরদিন আজ সোমবার প্রায় ৪০ ঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় শিশুটি আড়িয়াল খাঁ নদের যেখানে ডুবেছিল এর কিছু দূরে ভেসে ওঠে।

স্থানীয়রা জানান, শিশুটি পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে ছোট থেকেই বেলাব উপজেলার বেলাব মাটিয়ালপাঁড়া গ্রামে তার নানা রইছ উদ্দীনের বাড়িতে থাকতো। সে প্রায়ই তার সমবয়সীদের নিয়ে আড়িয়াল খাঁ নদের বেলাব বাজারের কাছে ওই জায়গায় এসে গোসল করতো। ঘটনার দিন ইয়াসিনের বন্ধুরা নদের তীরে থাকলেও সে একটি অর্ধভাঙা ডিঙি নৌকা নিয়ে একা একা নদের মাঝে চলে গিয়ে ঝাঁপ দেয়। তারপর কিছুক্ষণ তাকে দেখা গেলেও একসময় শিশুটি নদের পানিতে তলিয়ে যায়। পরে সমবয়সীরা তীরে উঠে স্থানীয়দের খবর দেয়।

বেলাব ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মো. ইয়াছিন ইকবাল বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ডুবুরির দল নিয়ে নদে নামি। কিন্তু না পেয়ে চলে যাওয়ার পর আজ সোমবার সকালে শিশুটির লাশ ঘটনাস্থলে থেকে প্রায় তিনশ হাত দূরে দক্ষিণ দিকে ভেসে ওঠে।

আরও পড়ুন

×