ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অনিয়ম তদন্তে রমেক হাসপাতালে দুদকের অভিযান

অনিয়ম তদন্তে রমেক হাসপাতালে দুদকের অভিযান

রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

রংপুর অফিস

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:৫৪

অনিয়ম-দুর্নীতি তদন্তে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ সোমবার দুপুরে রংপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

দুদকের সাত সদস্যের টিম হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে। এ সময় রোগীদের ট্রলিতে করে ওয়ার্ডে নিতে বকশিশ, জরুরি বিভাগে অতিরিক্ত টাকা আদায়সহ পদে পদে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের সত্যতা পান তাঁরা। এরপর হাসপাতালের উপপরিচালক ডা. আ ম আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। হাসপাতালের উপপরিচালক সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, দুদকের ঢাকা কার্যালয় থেকে গত রোববার রমেক হাসপাতালের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি অভিযোগ পাওয়া যায়। সেটি তদন্তে অভিযান চালানো হয়েছে। এই হাসপাতালে সেবা নিতে কর্মচারীদের বকশিশ দেওয়া হয়- এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওয়ার্ডগুলোতে রোগীরা ঠিকমতো সেবাও পাচ্ছেন না।

ডা. আখতারুজ্জামান বলেন, দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেছেন। আমি ও পরিচালক এই হাসপাতালে নতুন। শিগগিরই সমস্যাগুলো সমাধান করা হবে।

আরও পড়ুন

×