ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এইচএসসিতে সর্বোচ্চ পাসের হার কুমিল্লায়

এইচএসসিতে সর্বোচ্চ পাসের হার কুমিল্লায়

 কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:০১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৪৭

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারে এইচএসসি পরীক্ষায় ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে পাস করেছেন ৭৭ হাজার ৯০৭ জন। এ হিসেবে পাসের হার শতকরা ৯০ দশমিক ৭২ শতাংশ, যা সব বোর্ডের মধ্যে সর্বোচ্চ। গত বছর পাসের হার ছিল ৯৭.৪৯ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।  

বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এই শিক্ষা বোর্ডে শত ভাগ পাস করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এবারের ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরা। মেয়েদের মধ্যে ৮ হাজার ৭৫৭জন জিপিএ-৫ লাভ করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন। মেয়েদের শতকরা পাসের হার ৯১দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের ৮৯ দশমিক ৮৪ শতাংশ।

আরও পড়ুন

×