ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৪ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫৪

নওগাঁয় ট্রাক্টরের ধাক্কায় মোস্তাফিজুর রহমান (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান শহরের উকিল পাড়া মহল্লার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোস্তাফিজুর রহমান মোটরসাইকেলে বদলগাছী উপজেলা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। নওগাঁ-বদলগাছি সড়কের কীর্তিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে মোস্তাফিজুরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আরও পড়ুন

×