টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২০ | ১০:১৫
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মনির উল্লাহ (২৫) নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের নেতা দিল মোহাম্মদ বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে ফিরে যেতে না পারে, সেজন্য সীমান্তে স্থলমাইন পুঁতে রেখেছে বিজিপি। সোমবার সকালে কাঠ কুড়াতে গেলে ওই স্থলমাইন বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই মনির উল্লাহর মৃত্যু হয়।
বিজিবির এক শীর্ষ কর্মকতা বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার নিহতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শূন্যরেখার মিয়ানমার অংশে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে, যা আমাদের আওতার বাইরে।
- বিষয় :
- মাইন বিস্ফোরণ
- রোহিঙ্গা যুবক নিহত
- টেকনাফ