ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদ্যালয়ের পাশে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বখাটের দণ্ড

বিদ্যালয়ের পাশে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বখাটের দণ্ড

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩৫

টিফিন আনতে যাওয়া এক স্কুুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে গাজীপুরের কাপাসিয়ায় এক বখাটের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের পাশের বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত মো. শাহরুখ খান রনি (২১) উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী রোববার দুপুরে টিফিন আনতে পাশের বাজারে যায়। রনি এ সময় তাদের জোর করে একটি নির্জন গলিতে নিয়ে যায়। এক ছাত্রী ওই বখাটের হাত কামড়ে পালিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। তাঁরা শ্নীলতাহানির শিকার মেয়েটিকে উদ্ধার করেন। সেই সঙ্গে রনিকে আটক করেন।

স্থানীয় লোকজন থানায় সংবাদ দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন ঘটনাস্থলে যান। তিনি ভুক্তভোগী, সাক্ষী ও আসামির সঙ্গে কথা বলে ধর্ষণচেষ্টার অপরাধে রনিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বখাটে রনি মাদকে আসক্ত। তাকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×