বাবার ভ্যান নিয়ে বেরিয়েছিল শিশু, ২ দিন পর মিলল হাত-পা বাঁধা লাশ

শিশু আকাশ মোল্লা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৪ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০৪
বাবার ভ্যান নিয়ে শখের বশে ঘুরতে বেরিয়েছিল শিশু আকাশ মোল্লা (১০)। এরপর থেকে সে নিখোঁজ। দুইদিন পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। এ ঘটনা ঘটেছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মারচর এলাকায়।
নিহত আকাশ একই উপজেলার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের নাসির মোল্লার ছেলে। সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
এদিকে ছেলের শোকে বাবা নাসির মোল্লা ও মা সানজিদা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। পুলিশের ধারণা ভ্যানটি ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হতে পারে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ মোল্লা তার বাবা-মাসহ বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে নানা বাড়িতে থাকতো। গত শনিবার নাসির মোল্লা তার ব্যাটারিচালিত ভ্যানটি বাড়িতে রেখে মাঠে ঘাস কাটতে যান। ওই সময় আকাশ বাবার ভ্যান নিয়ে ঘুরতে যায়। রাতে বাড়ি না ফেরায় আকাশের বাবা নাসির মোল্লা পাংশা থানায় জিডি করেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে একটি ভুট্টা ক্ষেতে আকাশ মোল্লার হাত-পা বাঁধা লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের মামা মো. সূর্য মোল্লা সমকালকে জানান, তার ভাগ্নের মৃত্যুতে বোন ও দুলাভাই মানষিকভাবে একেবারেই ভেঙে পেয়েছেন। কাঁদতে কাঁদতে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- শিশু নিহত
- লাশ উদ্ধার
- শিশুর লাশ
- হাত-পা বাঁধা লাশ