ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বগুড়ায় ফের তুচ্ছ ঘটনায় ৪ জনকে ছুরিকাঘাত

বগুড়ায় ফের তুচ্ছ ঘটনায় ৪ জনকে ছুরিকাঘাত

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:১৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:১৪

বগুড়ায় তুচ্ছ ঘটনায় চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। এদের মধ্যে একজন কিশোরও রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে শহরে পৃথক স্থানে ঘটনাগুলো ঘটে।

আহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার শাহিন সরকারের ছেলে রায়হান সরকার (১৪)। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে তুষার আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক।

সমকালকে এসব তথ্য জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা।

পুলিশের এ কর্মকর্তা জানান, রংপুরের মিঠাপুকুরের রাব্বী মিয়াকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ছুরিকাঘাত করা হয়। তারই এক বন্ধু তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডতার জেরে এ ঘটনা ঘটান।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের চারমাথায় দুর্বৃত্তরা মিঠাপুকুরের প্রিন্স আব্দুল্লাহর মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা।

এদিকে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় রাত ৮টার দিকে কিশোর রায়হানকে ছুরিকাহত করে তারই এক কিশোর বন্ধু। তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডতায় ছুরিকাঘাত করে রায়হানকে। এ ঘটনায় তার ১৬ বছর বয়সী কিশোর বন্ধুকে আটক করা হয়েছে। তারা উভয়েই দক্ষিণ ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালের পাশে ছুরিকাঘাত করা হয় তুষার আব্দুল্লাহকে। ফুটপাতে গায়ে ধাক্কা লাগায় সজীব (১৯) নামের এক যুবক এ ঘটনা ঘটায়। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। সজীব শহরের সূত্রাপুর এলাকার মো. জালালের ছেলে।

পুলিশ পরিদর্শক বাবু কুমার সাহা আরও জানান, সবগুলো ঘটনায় তুচ্ছ বিষয়ে সংগঠিত হয়েছে। দুই ঘটনায় দু'জন আটক আছে। বাকি ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে চেষ্টা চলছে।

এর আগে গত মঙ্গলবার শহরের হকার্স মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কা লাগার জেরে ৫ জনকে ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুন

×