ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফতুল্লায় আগুনে পুড়ল শতাধিক ঝুপড়ি ঘর, নারীর মৃত্যু

ফতুল্লায় আগুনে পুড়ল শতাধিক ঝুপড়ি ঘর, নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইটভাটার পাশে ঝুপড়ি ঘরে আগুনে লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দশটায় সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এনবিএম ইটখোলায় এ ঘটনা ঘটে।

রোকেয়া বেগম বক্তাবলী এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

ইটখোলায় আগুনে শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে বলে জানান হাসপাতালের আরএমও ডা. ফরহাদ হোসেন।

ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন বলেন, ইট পোড়ানোর মৌসুম চলছে। এ মৌসুমে খোলা এলাকায় শ্রমিকরা ঝুপরি ঘর তৈরি করে বসবাস করেন। বক্তাবলীর ইটখোলায় শ্রমিকদের এমন ঝুপড়ি ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুপড়ি ঘরে থাকা এক নারী শ্রমিক নিহত হন। এতে শতাধিক ঘর পুড়ে গেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

×